দামোদর মাস
হরে কৃষ্ণ, সবাইকে দামোদর মাসের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। "কোভিড-১৯” এর মহামারীর কারণে এইবছর দামোদর প্রোগ্রাম হচ্ছে না। সবাইকে নিজ নিজ ঘরে সাধ্যমত আয়োজন করতে বিনীতভাবে অনুরোধ রইল।
🚩দামোদর ব্রতঃ-
চাতুর্মাস্যের চর্তুথ মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, কেননা এই মাসটি ভগবান দামোদর রূপের আরাধনার জন্য নির্দিষ্ট। মা যশোদা শিশু কৃষ্ণকে দাম বা রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হল দামোদর। দামোদর লীলা সংগঠিত হয়েছিল আজ থেকে ৫২৪২ বছর পূর্বে এবং সেদিন ছিল দীপাবলি মহোৎসব। দামোদর লীলায় শ্রীকৃষ্ণের বয়স ছিল ৩ বছর ৪ মাস।দামোদর মাসে দামবন্ধন লীলা ছাড়াও অন্নকূট মহোৎসব, রাধাকুন্ড ও শ্যামকুন্ডের আবির্ভাব তিথি (বহুলাষ্টমী), তুলসী শালগ্রাম বিবাহ, গোপাষ্টমী, বলিদৈত্যরাজপূজা, ভীষ্মপঞ্চক, গিরি গোবর্ধন পূজা ও দীপাবলি লীলাও সংগঠিত হয়েছিল।
সময়কাল :--
--------------
আগামী ৩১ অক্টোবর লক্ষ্মী পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত, চলমান থাকবে আগামী ৩০ নভেম্বর ২০২০ইং রাস পূর্ণিমা পর্যন্ত ।
ব্রত পালনের সুফলঃ-
------------------------------
▪দামোদর মাসে অন্নাদি দান, হোম, তপস্যা, জপ করলে তা অক্ষয় ফলপ্রদা হয়।
▪সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল তা দামোদর মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না।
▪যে মানব দামোদর মাসে শ্রীবিষ্ণু মন্দির প্রদক্ষিণ করার ফলে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফলভোগী হয়।
▪দামোদর মাসে শ্রীহরির সম্মুখে নৃত্য, গীত, বাদ্যধ্বনি এবং ভক্তি সহকারে কীর্তন করার ফলে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হওয়া যায়।
▪হে মুনিবর! পবিত্র দামোদর মাসে যিনি হরিকথা শ্রবণ করেন, তিনি শতকোটি জন্মের আপদসমূহ হতে নিস্তার পান।
▪দামোদর মাসে নিমেষার্দ্ধকাল দীপদান করার ফলে সহস্রকোটি কলা অর্জিত বহু পাপ বিনষ্ট হয়।( দামোদরব্রত মাহাত্ম্য, স্কন্দ পুরাণ )।
করণীয়ঃ-
-------------
এই মাস সর্বাপেক্ষা ভগবানের প্রিয় বলে প্রতিদিন ভগবান দামোদরের অর্চন, প্রাতঃস্নান, দীপদান, দামোদরাষ্টকম্ পাঠ (সত্যব্রত মুনি প্রণীত) ও দান ব্রতাদি পালন করবেন। মন্দির প্রদক্ষিণ, শাস্ত্র অধ্যয়ন এবং হরিকথা শ্রবণের ফলে পুনর্জন্ম রহিত হয়। ( শ্রীশ্রী হরি ভক্তি বিলাস )
বর্জনীয়ঃ-
------------
দামোদর মাসে মৎস্য / মাংস ভক্ষণে নরকত্ব প্রাপ্ত হয়। (ঔষধ হিসেবেও বর্জনীয়), মাসকলাই (অড়হর ডাল), বরবটি, শিম, কলমী শাক, পটল, বেগুল, তৈল, মধু, কাসার পাত্রে ভোজন ও পঁচা বাসি দ্রব্য বর্জন। দিবশয্যা ও শ্রীসঙ্গ দামোদর মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
( শ্রীশ্রীহরিভক্তিবিলাস )
প্রদীপ দেখানোর নিয়মাবলীঃ-
----------------------------------------
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার, নাভি দেশে দুইবার, মুখমন্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য।।
দামোদরব্রত কি জয় 🙏🙏।।
Comments
Post a Comment